জার্মানির দুই রাজ্য নির্বাচনেও এসপিডির জয়

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:০১

সংসদ নির্বাচনের পাশাপাশি রবিবার জার্মানির দুটি রাজ্যেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ মেকলেনবুর্গ ওয়েস্টার্ন পমেরানিয়া ও বার্লিন রাজ্যেও এসপিডি দল সরকার গড়তে চলেছে৷ ফলে সংসদের উচ্চ রক্ষে দলের শক্তি অক্ষত রইলো৷


জার্মানির সামাজিক গণতন্ত্রী দলের জয়জাত্রা শুধু বুন্ডেসটাগ নির্বাচনেই সীমাবদ্ধ নেই৷ সামান্য ব্যবধানে হলেও ওলাফ শলৎসের নেতৃত্বে এসপিডি দলের জয় হয়েছে৷ তবে ম্যার্কেলের ইউনিয়ন শিবিরের নেতা আরমিন লাশেট এখনো পরাজয় মেনে না নেওয়ায় সরকার গঠনের প্রক্রিয়া জটিল হতে পারে৷ সমর্থনে বিশাল ঘাটতি সত্ত্বেও লাশেট সরকার গড়ার আশা ছাড়ছেন না৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us