ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর যুবদলের কমিটি বাতিলের দাবিতে রবিবার ঝাড়ু হাতে বিক্ষোভ হয়েছে। অযোগ্য এবং অপরিচিত লোকদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয় বলে এ সময় অভিযোগ করা হয়। বিক্ষোভের আগে সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলের দাবি জানানো হয়। বিক্ষোভের সময় কুশপুত্তলিকাও দাহ করা হয়। জেলার কসবাতেও যুবদলের কমিটি বাতিলের দাবি উঠেছে। সম্প্রতি হওয়া বিক্ষোভে ঝাড়ু হাতে নামেন বিক্ষুব্ধরারা।