প্রতিদিনের ব্যবহূত ব্যাগ দীর্ঘদিন ভালো ও ব্যবহার উপযোগী রাখতে নিয়মিত যত্ন নেওয়া উচিত। কীভাবে হাতব্যাগের যত্ন নেবেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে লিখেছেন ফাতেমা ইয়াসমীন।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যাগের ফ্যাশনে এসেছে নানা পরিবর্তন। একসময় সাদামাটা ব্যাগের প্রচলন দেখা গেলেও এখন ব্যাগের নকশা ও ধরনে বহুমুখী বৈচিত্র্য। ব্যাগের নানা ধরন থাকায় প্রয়োজন এবং পোশাক দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে সহজেই মানানসই ব্যাগ বেছে নেওয়া যায়। মেয়েদের হাতব্যাগ শুধু প্রয়োজন নয়, ফ্যাশনেও যোগ করে আলাদা মাত্রা। বাজারে চামড়া, রেক্সিন, কাপড়, পাট, প্লাস্টিকসহ নানা ম্যাটেরিয়ালের ব্যাগ পাওয়া যায়। একটু যত্ন আর দেখভালেই দীর্ঘদিন ভালো থাকে এসব ব্যাগ।