শরতের নীল আকাশ, শুভ্র কাশফুল আর মৃদু হাওয়ার সঙ্গেই আসছে দুর্গা পূজার আগমনী বার্তা। পূজা উপলক্ষে ফ্যাশন হাউজগুলোতে দেখা যাচ্ছে আকর্ষণীয় পোশাকের সমারোহ। তবে পোশাকের মাধ্যমে বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আমাদের ত্বকের প্রতিও মনোযোগ দেওয়া জরুরি।
পূজা শুরুর আগে হাতে এখনও বেশ কিছুটা সময় আছে। এখন থেকেই প্রতিদিন কিছুটা সময় ত্বকের জন্য বরাদ্দ করলে পূজার আগে আপনার ত্বক হয়ে উঠবে কোমল, সতেজ ও মসৃণ।
নিত্যদিনের ফেসওয়াশ, টোনার ও মশ্চারাইজারের পাশাপাশি ব্যবহার করতে পারেন বিভিন্ন ঘরোয়া ফেসিয়াল। কর্মক্ষেত্রে যেতে বা কেনাকাটার জন্য বাইরে বের হলে রোদ থেকে বাঁচতে অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন লোশন।