দেশের মানুষের দুধের চাহিদা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে মানসম্মত দুধ প্রাপ্তির জন্য সমবায়ের ভিত্তিতে বাড়ি বাড়ি গরুর খামার স্থাপন করার সুপারিশ করেছে কমিটি। এছাড়া খামারিদের নিকট হতে দুধ সংগ্রহের ক্ষেত্রে পূর্বের মূল্যের চেয়ে বেশি মূল্যে ক্রয় করা যায় কিনা সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সুপারিশ করে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ওইসব সুপারিশ করা হয়।