বহিরাগত ব্যক্তি প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাস খুলে দেওয়া হচ্ছে আগামী ১ অক্টোবর। ছাত্রাবাস খোলার সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে আজ রোববার শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে সাঁটানো হয়েছে।
ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বহিরাগত ব্যক্তিদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করার পাশাপাশি ছাত্রাবাসে উঠতে করোনাভাইরাস নমুনা পরীক্ষার ফল নেগেটিভ বাধ্যতামূলক করা হয়েছে। নমুনা পরীক্ষা ছাড়া কোনো শিক্ষার্থীকে ছাত্রাবাসে সিট বরাদ্দ দেওয়া হবে না।