ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মূল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অবশ্যই কোভিড ১৯-এর দুই ডোজ টিকা নেওয়ার সনদ থাকতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে নিবন্ধন ফরম পূরণ করতে হবে।
রোববার (২৬ সেপ্টেম্বর) শতবর্ষ উদযাপন উপলক্ষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।