জন্মনিয়ন্ত্রণের দায় কেবল নারীর একার নয়। পুরুষকেও অংশীদার হতে হবে। পরিকল্পিত গর্ভধারণ নারী আর পুরুষ দুজনের সিদ্ধান্তে হতে হবে।
আজ বিশ্ব জন্মনিয়ন্ত্রণ দিবস। বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। ২০০৭ সাল থেকে প্রতিবছর ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ শুরু থেকেই এ যাত্রার সঙ্গী।