বাংলাদেশের ওষুধ শিল্পের যথেষ্ট উন্নতি হয়েছে। বর্তমানে দেশের ৯৮ ভাগ চাহিদা মিটিয়ে ১০৬টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। কিন্তু দেশের ভেতরের বিপণনে বিরাট গাফিলতি রয়েছে। অনেক ক্ষেত্রে সঠিক কাঁচামাল ব্যবহৃত হচ্ছে না বা নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। অনেক বড় কোম্পানির বিরুদ্ধেও এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু নকল ওষুধ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে বাজারজাত করার কাজটি নিয়ম মেনে অনুসরণ করা হচ্ছে না। এ কারণে দেশে এখন মানহীন ওষুধ, ভেজাল ওষুধ, ভালো-মোড়কে নিম্নমানের ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রশাসনের হাতে ধরা পড়া স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বহুদিন থেকেই নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বিপণন চলছে। রমরমা বাণিজ্য চলছে।