২০১৫ সালের ৩ মে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে চট্টগ্রাম থেকে আসা ঈগল পরিবহনের একটি বাসে ট্রাংকের ভেতরে এক অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া যায়। পুলিশ, সিআইডির হাত ঘুরে লাশের পরিচয় শনাক্তে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ছয় বছর পর পিবিআই ওই লাশের পরিচয় শনাক্ত করে এবং এর সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।