১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর। সারা বিশ্ব কৌতূহলে তাকিয়ে আছে নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের দিকে। আমেরিকা-চীনের ভ্রূকুটি উপেক্ষা করে বাংলাদেশ নামে ছোট্ট একটি দেশ। প্রায় তিন বছরের চেষ্টার ফলে সেই দেশ মাত্র এর সপ্তাহখানেক আগে জাতিসংঘের সদস্যপদ পায়। এই দেশের নেতা বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দেবেন এবং কী বলেন সেটাই শোনার বিষয়।