ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফিরতে ইরানের নতুন সরকারের আরো বেশি সময় প্রয়োজন।
তিনি ফ্রান্সের নিউজ চ্যানেল ফ্রান্স টোয়েন্টি ফোরকে দেয়া এক সাক্ষাৎকারে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে তার সাক্ষাতের উদ্ধৃতি দিয়ে একথা বলেন। বোরেল বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে ভিয়েনা সংলাপে ফেরার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। তবে তিনি বলেছেন, প্রস্তুতি নিতে ইরানের আরেকটু সময় প্রয়োজন।