সাভারের চামড়াশিল্প নগরে বিসিকের ৫২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) ঠিকমতো বর্জ্য পরিশোধন করতে পারছে না। লবণ পরিশোধনের ব্যবস্থা এতে নেই। মারাত্মক ক্ষতিকর রাসায়নিক ক্রোমিয়ামও শোধন করে পুনর্ব্যবহার সম্ভব হচ্ছে না।
এ চিত্র উঠে এসেছে সিইটিপি পরিচালনার জন্য প্রতিষ্ঠিত ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কোম্পানির নথিতেই। চামড়াশিল্প নগরে দূষণ নিয়ন্ত্রণ কর্মপরিকল্পনা নিয়ে এই নথিতে শিল্পনগরে বর্জ্য পরিশোধনের ক্ষেত্রে নানা সমস্যার কথা বলা হয়েছে।