ভাইজান থাকবে না বিগ বসের শোয়ে তা কী করে সম্ভব। জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের পরবর্তী সিজনেও সঞ্চালক হিসাবে দেখা যাকে সালমান খানকে।
আগামী অক্টোবরে শুরু হতে পারে বিগ বস ১৫। এই সিজনের জন্য ভাইজান কত টাকা পারিশ্রমিক চেয়েছেন, জানলে চমকে উঠবেন। অবিশ্বাস্যও মনে হতে পারে। গত ১১টি সিজনে সালমানই সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। এবারও ১৪ সপ্তাহ ধরে সেই রিয়্যালিটি শো ভাইজানই সঞ্চালনা করবেন।