বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে হতাশ করলেন বাংলাদেশের আরচাররা। যার ওপর ছিলো সবচেয়ে বেশি প্রত্যাশা, সেই রোমান সানা বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই। তবে পুরুষ এককের অন্য দুজন রামকৃষ্ণ সাহা ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল প্রথম রাউন্ডের বাধা টপকেছেন।
অন্যদিকে নারী এককে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী বিউটি রায়ও বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকেই। শুক্রবার স্লোভাকিয়ার ডেনিসা বারানকোভার বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টে হেরে প্রথম রাউন্ডেই থেমে গেছে বিউটি রায়ের যাত্রা।