দক্ষিণ আফ্রিকার স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবারের মতো দুই বাংলাদেশি বংশোদ্ভূত অংশ নিতে যাচ্ছেন। দেশটির ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ও প্রধান বিরোধীদল ডেমোক্র্যাটিক এলায়েন্স (ডিএ) থেকে দুই বাংলাদেশি কাউন্সিলর পদে মনোয়ন পেয়েছেন।
বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন মেন্ডেলার দল এএনসি থেকে ফ্রি স্টেট প্রদেশের মাংগুয়াং মিউনিসিপ্যালিটির ২৬ নম্বর ওয়ার্ডে মনোয়ন পেয়েছেন খুলনার ছেলে পারভেজ আহমেদ।