সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে বাকি কিছুদিন। এরই মধ্যে এর প্রস্তুতি শুরু হয়েছে বেশ জোরেসোরে। দেশের অন্যান্য এলাকার মতো আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে চলছে প্রতিমা তৈরীর কাজ। উপজেলায় ৬৯টি মন্দিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা।