দেশ এগিয়ে যাচ্ছে, উন্নত হচ্ছে স্বাস্থ্য সেবা ব্যবস্থা। তবে খুলনার ৯ উপজেলার চিত্র ঠিক উল্টোমুখী। দাকোপ, কয়রা, পাইকগাছা, রূপসা, তেরখাদা, দিঘলিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে মেশিনসহ নানা চিকিৎসা যন্ত্রপাতি পড়ে আছে তালাবদ্ধ ঘরে। আর এইসব হাসপতালাতে আসা রোগীদের যেতে হচ্ছে খুলনা সদরে। এরফলে খবর যেমন বাড়ছে তেমনি সঠিক সময়ে রোগ নির্নয় না হওয়া রোগীর অবস্থাও হচ্ছে শোচনীয়।