ই-কমার্সের নামে মানুষ ‘ঠকানোর’ কার্যক্রম নিয়ন্ত্রণ করতে না পারার দায় যে সরকারকে নিতে হবে, সে কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”মাঝেমধ্যে এ ধরনের কাজ করে মানুষকে ঠকায়, এটা কিন্তু চলে আসতেছে। আগে যেভাবে হত, এখন হয়ত ভিন্ন আঙ্গিকে আসছে। আগে ম্যানুয়ালি করত, এখন ইলেকক্ট্রনিক্যালি করতেছে। এখন ডিজিটাইজড ওয়েতে এগুলো করা হচ্ছে।