কংগ্রেসকে জমি হারানো জমিদারদের সঙ্গে তুলনা করেছেন সাবেক হেভিওয়েট কংগ্রেস নেতা, বর্তমানে মহারাষ্ট্রের এনসিপির প্রধান শারদ পাওয়ার। তাঁর মতে, পায়ের নিচে জমি (পড়ুন জনসমর্থন) না থাকলেও কংগ্রেসের জমিদারি মেজাজ এখনো কমেনি। দলের সাবেক নেতার জবাব দিতে দেরি করেনি কংগ্রেসও। জমি দেখভালের দায়িত্ব যাঁদের দিয়েছিল, তাঁরাই নাকি জমি চুরি (পড়ুন ভোটব্যাংক) করেছেন। কারণ পাওয়ার থেকে শুরু করে ভারতের বেশির ভাগ আঞ্চলিক দলের নেতারই উত্থান কংগ্রেসের হাত ধরে। এমনকি বিজেপির এই রমরমার পেছনেও রয়েছে সাবেক কংগ্রেসিদেরই দলবদল। এখন কংগ্রেসের দাপট কমায় অনেকেই নতুন করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু তাঁদের শক্তি ও গোটা দেশে গ্রহণযোগ্যতা কংগ্রেসের থেকে অনেকটাই কম, এটাই বাস্তব। আবার কংগ্রেসেরও তাঁদের ছাড়া ঘুরে দাঁড়ানো অসম্ভব। জোটই ভবিতব্য বিজেপিবিরোধীদের।