বিশ্ব রাজনীতির ইতিহাসে গত শতাব্দী নানা নাটকীয়তা ও সমীকরণে শেষ হয়েছে। শতাব্দীজুড়ে ছিল বড় দুটি বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা এবং অর্ধশত বছর ধরে চলেছে দুই পরাশক্তির মধ্যে কথিত ঠান্ডা যুদ্ধ। ঠান্ডা যুদ্ধের পর নব্য উদারবাদী তাত্ত্বিকরা আঞ্চলিক সংগঠনের ওপর গুরুত্ব দিয়ে বিশ্বশান্তি ও সমতা তৈরির স্বপ্ন দেখেন। তবে একবিংশ শতাব্দীর শুরুতে নাইন-ইলেভেন হামলা ও স্যামুয়েল হান্টিংটনের ক্লাস অব সিভিলাইজেশন তত্ত্ব আন্তর্জাতিক রাজনীতির গতিবিধি পাল্টে দেয়।
আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টুইন টাওয়ারে হামলার জন্য আল কায়দাপ্রধান ওসামা বিন লাদেনকে দায়ী করেছিলেন। ২০০১ সালে ওসামা বিন লাদেন আফগানিস্তানে অবস্থান করছিলেন। প্রেসিডেন্ট বুশ তালেবান সরকারের ওপর চাপ সৃষ্টি করেন ওসামা বিন লাদেনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য।