ই-কমার্স এবং ফটকাবাজির সুযোগ

জাগো নিউজ ২৪ ড. মাহবুব হাসান প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩২

ই-কমার্স নিয়ে বেশ উদ্বেগে আছেন সাধারণ ক্রেতা ও ডিজিটাল ব্যবসা নিয়ে ভাবিত মানুষ। কারণ, কিছু ই-কমার্সের ব্যবসায়ীদের কেউ কেউ বা কতিপয় এই ব্যবসায় প্রতারণার নতুনমাত্রা যোগ করেছে , তাই-ই এখন তাদের ‘কাল’ হয়ে দেখা দিয়েছে বা দিচ্ছে। ই-ভ্যালি ও ই-অরেঞ্জ-এর মালিক-মোক্তার ধরা পড়ার আগেই তাদের নিয়ে কথাবার্তা হচ্ছিল, টের পাওয়া যাচ্ছিল তারা টাকা পাচারের সাথে জড়িত, এবার তাদের বিরুদ্ধে মামলা হবার পর জানা যাচ্ছে তারা কি অপকর্ম করেছেন।


কেউ ১১শ কোটি টাকা, কেউবা তারো চেয়ে বেশি টাকা হাতিয়ে নিয়েছে গ্রাহকদের কাছে থেকে। অথচ তাদের মূলধন তেমন কোনো মোটা অংকের নয়। বাকিতে তারা মালামাল কিনতেন। এমন একজন বাকিতে মোটর বাইক বিক্রেতা আল মামুন এদের একজনের কাছে পাবেন মাত্র ৭ কোটি টাকা। যমুনা গ্রুপ তাদের সাথে ব্যবসা করবে বলে ঘোষণা দিয়েছিলেন। ওয়ালটনও বেশ কয়েক কোটি টাকা পাবে ই-ভ্যালির কাছে, শোনা কথা হলেও, সত্যতা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us