চট্টগ্রামের দুঃখ ঘুচবে কবে

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫২

চট্টগ্রামের দুঃখ জলাবদ্ধতা নিরসনে প্রতিবছর বিপুল অর্থ খরচ করা হলেও বাণিজ্যিক রাজধানীর নগরবাসীর দুর্ভোগ দূর  হয়েছে সামান্যই। এরই অংশ হিসেবে চট্টগ্রামে নেওয়া জনগুরুত্বপূর্ণ চারটি প্রকল্পের সুফল পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সোমবার সমকালের শীর্ষ প্রতিবেদন অনুসারে সেই প্রকল্পগুলোর মাঝখানে বের হয়েছে নানা ত্রুটি। এমনকি নগরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম ওয়াসার মহাপরিকল্পনায় ৫৬টি খাল খনন করার সুপারিশ করা হলেও খনন করা হচ্ছে ৩৬টি খাল। মহাপরিকল্পনা অনুযায়ী খালের দৈর্ঘ্য যা হওয়ার কথা ছিল, বাস্তবে তা মানা হয়নি।


পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন অনুসারে, চট্টগ্রাম শহরের খালগুলোর চরিত্র জানার জন্য যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করা প্রয়োজন ছিল, তা তড়িঘড়ি করে করা সমীক্ষা প্রতিবেদনে ছিল না। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করায় নির্মাণ কাজের নকশা, বাজেট এবং সময় নির্ধারণে নানা ত্রুটি ও সীমাবদ্ধতা থেকে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us