বেশিরভাগ মানুষের নখেই সাদা দাগ পড়তে দেখা যায়। হাত-পায়ের যে কোনো নখেই এমন দাগ পড়ে থাকে। অনেক সময় এ দাগগুলো নিজ থেকেই সেরে যায়। তবে প্রতিটি নখেই যদি এমন দাগ দেখা যায় তাহলে তা হতে পারে বিপজ্জনক।
অনেকেই ভাবেন, ক্যালসিয়ামের অভাবে এই দাগ দেখা দেয়। তবে এই দাগ হওয়ার আরও কিছু কারণ আছে। যা হতে পারে বিভিন্ন রোগের লক্ষণ। চলুন জেনে নেওয়া যাক নখে সাদা দাগ দেখা দেওয়ার কারণ।