বাংলাদেশ বিনিয়োগবান্ধব দেশ। সেখানে সৌদি আরবের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বিনিয়োগমন্ত্রী খালিদ আল ফালিহ। রোববার সৌদিতে সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে সালমান এফ রহমান বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করেন। পাশাপাশি, সৌদি বিনিয়োগকারীদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্ধারণের প্রস্তাব দেন। সৌদি বিনিয়োগমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানান।