জার্মানিতে আগামী সপ্তাহে সাধারণ নির্বাচন। বিদায় নিচ্ছেন ইউরোপের কুইনখ্যাত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তবে মেরকেলের বিকল্প হওয়ার স্বপ্ন থেকে ধীরে ধীরে সরে আসতে হচ্ছে তার পছন্দের আরমিন লাশেটকে। রোববারের টেলিভিশন বিতর্কে বাকি দুই প্রার্থী তাকে কোণঠাসা করে দিলেন। ঘুরে দাঁড়াতে সময় আছে এক সপ্তাহ।
নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে তৃতীয় ও শেষ ত্রিপাক্ষিক টিভি বিতর্কেও মানুষের মন জয় করতে পারলেন না মেরকেলের রক্ষণশীল শিবিরের প্রার্থী আরমিন লাশেট। জনমত সমীক্ষা অনুযায়ী, তিনটি বিতর্কেই সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের প্রার্থী ওলাশ শলৎস জয়ী হয়েছেন। আসন্ন নির্বাচনে তার জয়ের সম্ভাবনাই এখন প্রবল হয়ে উঠছে।