স্থানীয় সরকার নির্বাচন ও সংসদীয় আসনের উপনির্বাচনে একের পর এক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতাকে গণতন্ত্রের জন্য অশনি সংকেত হিসেবে মনে করছেন নির্বাচন বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
তারা বলছেন, জাতীয় নির্বাচনের ফলাফল যেমনই হোক না কেন আগে এই নির্বাচনগুলোতে ভোটাররা প্রচুর উৎসাহ ও উদ্দীপনার মধ্যে অংশ নিতেন। কিন্তু এখন ধরেই নেয়া হচ্ছে, সরকারি দলের টিকিটে যিনি নির্বাচনে অংশ নেবেন, তিনিই জিতবেন। ফলে ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ভোটপ্রক্রিয়ায় অংশ নেওয়ার অনাগ্রহ তৈরি হয়েছে।