শনি ও রবিবার বাড়ছে মেট্রোর সংখ্যা। সোমবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে শনিবার ১৭৮টি ট্রেনের জায়গায় ২১৪টি ট্রেন চলবে। অর্থাৎ শনিবার বাড়ছে ৩৬টি ট্রেন। অন্য দিকে রবিবার ১১৬টি ট্রেনের জায়গায় ১২০টি ট্রেন চলবে। মেট্রো শুরুর সময়েও বদল হচ্ছে শনিবার। এ বার থেকে প্রতি শনিবার সকাল ৮টার জায়গায় সকাল সাড়ে ৭টায় চলবে প্রথম মেট্রো। রবিবার অবশ্য প্রথম মেট্রোর সময়ে কোনও বদল হয়নি। শনি ও রবি শেষ মেট্রোর সময়ও একই রয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বার থেকে শনিবার আপ লাইনে ১০৭টি ও ডাউন লাইনে ১০৭টি ট্রেন চলবে। তার মধ্যে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে ১৫১টি ট্রেন চলবে। আপ লাইনে সকাল ৯টা থেকে বেলা ১১টা ২০ মিনিট ও ডাউন লাইনে সকাল ৯টা ১ মিনিট থেকে বেলা ১১টা ২১ মিনিটের মধ্যে ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ৭ মিনিট।