ক্রমাগত লোকসানের ভার বইতে না পেরে সরকার গত বছর থেকে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি চিনিকলের উৎপাদন বন্ধ ঘোষণা করার পর মাথায় হাত পরেছে এসব চিনিকলের ওপর নির্ভরশীল আখ চাষিদের। চিনিকল বন্ধ থকায় অধিকাংশ কৃষক আখের আবাদ থেকে মুখ ফিরিয়ে নিলেও পাবনার অনেক কৃষক আশায় বুক বেঁধে আখের আবাদ করে এখন তাদের উৎপাদিত আখ মিলে সরবরাহ করা নিয়ে বিপাকে পড়েছেন।
মিল বন্ধ থাকায় এ বছর পাবনা চিনিকল এলাকার কৃষকদের উৎপাদিত আখ সরবরাহের দায়িত্ব নেবে না বলে জানিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। পাবনার নিকটবর্তী গোপালপুর চিনিকলে গত বছর কৃষকরা আখ সরবরাহ করতে পারলেও এ বছর এখনও সুনির্দিষ্ট নির্দেশনা পাননি চাষিরা, এ কারণে অনেকেই এখন দুশ্চিন্তায় আছেন।