প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৫ অক্টোবর কুড়িগ্রাম সফরকালে জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন। সে প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে 'কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন'-এর খসড়া প্রণয়ন করে ২০২০ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত করা হয়। পরে আরও কিছু প্রক্রিয়া অনুসরণ করে ২০২১ সালের ২৮ জুন শিক্ষামন্ত্রী বিলটি জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে উত্থাপন করেন। গত ৩ সেপ্টেম্বর জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে 'কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়' বিলটি উত্থাপিত ও গৃহীত এবং ১৫ সেপ্টেম্বর আইনটি পাস হয়।