প্রতিনিয়ত নতুন এবং উন্নত প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে বিভিন্ন উন্নত দেশে হাইস্পিড রেল (এইচএসআর) চালুর মধ্য দিয়ে পরিবহনব্যবস্থার ক্ষেত্রে বিশ্বে এক অভাবনীয় রূপান্তর সাধিত হয়েছে। তবে মাত্র এক শতাব্দী আগেও কাউকে যদি বলা হতো, উড়োজাহাজ ছাড়াই মানুষের পক্ষে ঘণ্টায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার যাত্রা করা সম্ভব—নিঃসন্দেহে তা বিশ্বাস করতে কষ্ট হতো। কিন্তু সময় বদলেছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে বদলে গিয়েছে আধুনিক বিশ্বের জীবনাচারের ধ্যান-ধারণা।