মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদানে শিগগিরই আরও একটি বিষয় যুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দেড় বছর বন্ধ থাকার পর দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু করা হয় গত ১২ সেপ্টেম্বর থেকে। শুরুর দিন থেকে এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার্থীসহ অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন দুটি বিষয়ের শ্রেণি পাঠদান অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণ কমে যাওয়ায় শ্রেণি পাঠদান দুই বিষয়ের সঙ্গে আরও একটি বিষয় যুক্ত করার চিন্তাভাবনা চলছে।