ভবনের নকশা অনুমোদন থেকে শুরু করে ব্যবহারের সনদ দেওয়া পর্যন্ত সব প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম-ইসিপিএস চালু করেছে রাজউক। রোববার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন এ পদ্ধতির উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।প্রাথমিকভাবে রাজউকের জোন-৩, সাবজোন-২ (গুলশান, মিরপুর, সাভার, টঙ্গী) এবং জোন-৪ ও সাবজোন-২ এলাকায় ইসিপি পদ্ধতির সেবা পাওয়া যাবে।