চলচ্চিত্রের এক ক্রান্তিকালে আজকের দিনে সুদর্শন ফ্যাশনেবল আধুনিক মানসিকতার এক মহানায়কের আগমন ঘটে। তিনি হাজারো মানুষের ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান। চলচ্চিত্রে আসার আগে মডেলিং এবং ছোট পর্দার একাধিক নাটকে অভিনয়ও করেছেন। মাত্র চার বছরের মধ্যেই একের পর এক ২৭টি ব্যবসাসফল ছবি উপহার দেন সালমান।