১৬ বছর ধরে জার্মানির রাজনীতিতে আঙ্গেলা ম্যার্কেল ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তিনি আসন্ন নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তা অনেক আগেই জানিয়েছেন। ২৬ সেপ্টেম্বরের ২০তম নির্বাচনে কারা জয়ী হবেন, তা নিয়ে আছে নানা জল্পনা।
জার্মানির নির্বাচনকে ঘিরে এখন প্রবল আলোচনা—কে হবেন ম্যার্কেলের উত্তরসূরি। দীর্ঘ সময় ধরে জার্মানির রাজনীতিতে ম্যার্কেলের যে ইমেজ তৈরি হয়েছে, এর ধারেকাছে আপাতত কোনো রাজনীতিক দৃশ্যমান নন। তবে ব্যক্তি বা ইমেজেই সব নয়, গণতন্ত্রের ধারাবাহিকতা, নতুন নেতৃত্ব ও রাষ্ট্র চালানোর দক্ষতা একসময় সবকিছুর পরিপূরক হয়ে উঠবে।