ইরান-আইএইএ নতুন সমঝোতা

ইত্তেফাক হাসান জাবির প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯

২০১৫ সালে সম্পাদিত ইরান পরমাণু চুক্তির সম্ভাব্য পরিণতির ব্যাপারে বৈশ্বিক উদ্বিগ্নতা উত্তরোত্তর বৃদ্ধিই পাচ্ছে। নানা ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রমশ কঠিন হয়ে পড়ছে ইরান পরমাণু চুক্তি টিকিয়ে রাখার পথটি। সর্বশেষ এই ইস্যুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের চলমান বিবাদ আরো বিস্তৃত হচ্ছে। এর আগে আমেরিকাকে চুক্তিতে ফিরিয়ে এনে এ সংক্রান্ত অচলাবস্থা নিরসনের লক্ষ্যে শুরু হয় বহুপক্ষীয় ভিয়েনা সংলাপ। কিন্তু কয়েক দফা আলোচনা সম্পন্ন হলেও আমেরিকার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যদিও ঐসব আলোচনায় কিছু কিছু বিষয়ে অগ্রগতি অর্জিত হলেও কার্যত কোনো ধরনের স্পষ্ট অঙ্গীকার ছাড়াই ভিয়েনা সংলাপের পরিসমাপ্তি ঘটেছে। এরপর এই ইস্যুতে ইরানের কট্টর বিরোধী ইউনাইটেড স্টেটস অব আমেরিকার সঙ্গে আলোচনায় বসেন তেহরানের পরমাণু প্রকল্পের সহযোগী দেশ রাশিয়ান ফেডারেশন। দুই দেশের শীর্ষ পরমাণু কূটনীতিকদের ঐ আলোচনায় ভিয়েনা সংলাপ পুনরায় শুরুর ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us