চাঁনখারপুল থেকে বঙ্গবাজারের মাঝের নিমতলী পোল্ট্রি মার্কেটের সামনের ফুটপাত দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এ ফুটপাতটি অতি সংকীর্ণ। চলাচলকারীরা বলেন, এত সংকীর্ণ ফুটপাত দিয়ে দুজন হাঁটতে গেলেই গায়ে গা লাগে। আর ব্যবসায়ীদের বক্তব্য এত টাকা দিয়ে দোকান ভাড়া নিয়ে একটু জায়গা তো নিতেই পারি। এতে ভোগান্তি বাড়ছে সব শ্রেণির মানুষের।
এই ফুটপাত দিয়ে নিয়মিত চলাচল করা মো. নূরে আলম কাজল বলেন, এতটুকু ফুটপাতে দুজন মানুষই চলতে পারে না, তার ওপর আবার দোকানের জিনিসপত্র রাখে।