মাছ ধরা নিয়ে দ্বন্দ্বের জেরে মানিকগঞ্জে রতন রাজবংশী (৪৬) নামে এক জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে আরেক জেলের বিরুদ্ধে। আহত জেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত পলাশ মোল্লাকে আটক করেছে। শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।