২০২০-এর জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানি খুন হন। ইরানের জন্য এটা অপূরণীয় ক্ষতি মনে করা হতো। কিন্তু পারস্য সভ্যতা এবং শিয়া নৃতত্ত্বে অদম্য এক মানসিকতা আছে। তারই ফল যেন জেনারেল আমির আলী হাজিজাদেহের উত্থান। সবাই বলছে, কাসেম সোলাইমানির শূন্যতা তিনি ইরানকে পূরণ করে দিয়েছেন।