নারী বন্দিদের জন্য বিকল্প শাস্তি হিসেবে প্রবেশন, শর্তাধীন মুক্তি, জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, গৃহবন্দিসহ আলাদা কারাগার স্থাপনের সুপারিশ করছেন আইন বিশেষজ্ঞরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে ‘অলটারনেটিভস টু ইমপ্রিজনমেন্ট উইথ স্পেশাল রেফারেন্স টু উইমেন প্রিজনারস: লিগ্যাল অ্যান্ড প্র্যাক্টিক্যাল অ্যাসপেক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ প্রস্তাব করেন তারা।