গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৫১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশের মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২৭ হাজার ১০৯ জন। একই সময়ে করোনা আক্রান্ত ১ হাজার ৮৬২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।