শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে ৬৮৮টি শূন্যপদের নিয়োগের ফল প্রকাশ হতে পারে আজ। ফল প্রকাশের প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন ফল পুনর্মূল্যায়নের কাজ চলছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. এনামুল কাদের খান এ তথ্য জানান।