দেশে এযাবতকালে যতগুলো নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তার সবকটিই ছিল অসাংবিধানিক। ঠিক একই কারণে সেই নির্বাচন কমিশনের অধীনে হওয়া নির্বাচনগুলোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলা যায়। কথাগুলো অতিশয়োক্তি মনে হতে পারে; কিন্তু আসলে কি তাই?
এ দেশে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে দীর্ঘদিন থেকে। এখন শুধু যে বিরোধী দলের দিক থেকেই কথাগুলো বলা হয়, তা না; সরকারদলীয় জোটের অনেক সদস্যই এমন কথা বলতে শুরু করেছেন। এ পরিস্থিতির মধ্যে এগিয়ে আসছে আরেকটি জাতীয় সংসদ নির্বাচন। তাই আলোচনায় এসেছে নির্বাচন কমিশনার নিয়োগের কথাও।