বর্ষা মৌসুম শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বন্যার পানি নামেনি। বানের পানি পেরিয়েই শিশুরা অনেক জায়গায় স্কুলে যেতে শুরু করেছে। বড়দের কাজ করতে হচ্ছে পানি সামলে। এই নোংরা পানির সংস্পর্শে দেখা দিচ্ছে নানা রোগবালাই। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এই সময়ে সবচেয়ে বেশি দেখা দেয় ফাঙ্গাস বা ছত্রাকজনিত নানা সংক্রমণ। আমাদের শরীরের ত্বকে অবস্থান করে, এমন স্বাভাবিক অধিবাসী কিছু জীবাণু হঠাৎ করেই দ্রুত বংশবৃদ্ধি করে শক্তিশালী হয়ে ওঠে, সৃষ্টি করে নানা ত্বকের রোগ।