বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর সরকারি উচ্চবিদ্যালয়ের চত্বর, প্রবেশপথ, মাঠ প্রায় দেড় মাস ধরে পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া অতিরিক্ত বৃষ্টি হলে পানির স্তর বৃদ্ধি পেয়ে বিদ্যালয়ের মেঝে পর্যন্ত উঠে যায়।
উপজেলার প্রধান সড়ক থেকে বিদ্যালয়ের মাঠ পর্যন্ত ৫০ ফুট রাস্তা ডুবে আছে পানির নিচে। ফলে দুর্ভোগের শেষ নেই বিদ্যালয়গামী শিক্ষার্থীদের। পানি নিষ্কাশনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকগণ।