যুক্তরাষ্ট্রের যেসব সেনা সদস্য করোনা টিকার ডোজ প্রত্যাখ্যান করেছেন, তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
গত আগস্টে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) করোনা টিকা ফাইজার এন বায়োএনটেকের পূর্ণ অনুমোদন দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সেনাবাহিনীর সব সক্রিয় সদস্যদের জন্য টিকার ডোজ নেওয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করেন।