স্বাস্থ্যমন্ত্রণালয়ের কাজে কঠোর সমালোচনার মুখে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক কাজ আপনার বুঝতে পারেন না। একটি চিত্র তুলে ধরে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যদি ভালো ব্যবস্থা না থাকত, তাহলে মানুষের গড় আয় ৭৩ বছর হতো না, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা অবদান।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে একটি বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবের আলোচনার জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।