নতুন আইফোন রিলিজের ধারা অনুসারে সেপ্টেম্বর মাসে নতুন আইফোন ১৩ রিলিজ করেছে অ্যাপল। স্ট্যান্ডার্ড, মিনি এবং প্রো ভার্সনে মোট চারটি স্মার্টফোন পাওয়া যাবে। সঙ্গে নতুন দুটি আইপ্যাড মিনি আর অ্যাপল ওয়াচ সিরিজ-সেভেন উন্মোচন করেছে তারা।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আইফোন ১৩ এর গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়।