স্বাধীন বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমে এ পর্যন্ত তিনটি পূর্ণ এবং একটি আংশিক আবর্তন সম্পন্ন হয়েছে।
প্রথম আবর্তনের শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছিল প্রথম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ১৯৭৬ থেকে ১৯৭৮ সালে, যা প্রাথমিক স্তরে ১৯৭৮ সালে এবং মাধ্যমিক স্তরের সর্বনিম্ন উপস্তর-নিম্নমাধ্যমিকে (ষষ্ঠ শ্রেণিতে) ১৯৮১ সালে, মধ্য-মাধ্যমিকে (নবম শ্রেণিতে) ১৯৮৩ সালে এবং মাধ্যমিক স্তরের সর্বোচ্চ উপস্তর-উচ্চমাধ্যমিকে (একাদশ শ্রেণিতে) সে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয় ১৯৮৫ সালে। প্রথম আবর্তনের এই শিক্ষাক্রম ছিল প্রধানত বিষয়ভিত্তিক (Content-based)।