দুই বছর আগে চাঁদার দাবিতে এক ব্যক্তিকে (৪৫) তুলে নিয়ে যান স্থানীয় ১০-১২ জন। পরে ওই ব্যক্তিকে দলবদ্ধ ধর্ষণ করে তা ভিডিও করে রাখা হয়। পরদিন সকালের মধ্যে দুই লাখ টাকা চাঁদা না দিলে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। চাঁদা দেওয়ার শর্তে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরতে পারেন ব্যক্তিটি। তবে ধর্ষণ ও ব্ল্যাকমেল করার ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরদিন সকালে নিজ বাড়ির বারান্দায় বিমের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটে ২০১৯ সালের ১৮ আগস্ট গাজীপুরের শ্রীপুর উপজেলায়।